Pancha Batir Patai Patai | পঞ্চ বটির পাতায় পাতায় তোমারি নাম লেখা | লক্ষণ দাস বাউল (বোলপুর)<br /><br />পঞ্চবটীর পাতায় পাতায় তোমার নামটি লেখা<br />আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা!<br />ভাগরথীর তীরে তুমি পেয়েছিলে মায়<br />মা জননী দিলেন দেখা তোমার সাধনায়<br />কীর্তি তোমার রয় ঘুমায়ে , ঘুমায় চরণ রেখা।।<br />পঞ্চবটী পেয়েছে প্রাণ তোমার আর্শীবাদে<br />পাখীর গানে মুখর যে হয় দিনের অবসানে।<br />আজ তুমি নাই প্রাণের ঠাকুর কাঁদে আমার মন<br />নীরবে আজ কাঁদে তোমার পঞ্চবটী বন,<br />ভবতারিণী ও কাঁদে শূন্য কোলে একা<br />আবার কবে আসবে ঠাকুর কবে হবে দেখা।।"